পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্বেচ্ছায় দেশে ফিরতে শত শত অবৈধ বাংলাদেশিরা লেবাননে প্রহর গুনছে। লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় দেশে ফিরতে গত ১৫ সেপ্টেম্বর থেকে অবৈধ প্রবাসীদের নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের ঘোষণা অনুযায়ী প্রথমদিনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১৪শ অবৈধ প্রবাসী বাংলাদেশি এক বছরের জরিমানা ও বিমান টিকিটের টাকা পরিশোধ করে দূতাবাসে নাম নিবন্ধন করেছে। এদের মধ্যে অধিকাংশই মহিলা গৃহকর্মী। আরও দুইদিন আকামাবিহীন প্রবাসীদের নাম নিবন্ধন করার সুযোগ দেয়া হয়েছে। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ঘোষণা করেছেন, চলতি মাস থেকেই লেবাননে বসবাসকারী নিবন্ধনকৃত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে।
লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি নাম নিবন্ধন করতে দূতাবাসের সামনে ভিড় জমায়। এ সকল প্রবাসীরা লেবাননে বৈধভাবে প্রবেশ করলেও এক শ্রেণির দালালের প্রতারণায় অবৈধ হয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে বিনা জরিমানায় দেশে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন দূতাবাসের নিকট। তাদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত লেবানন সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু করলে অবশেষে দেশটির সরকার অবৈধ বাংলাদেশিদের বিশেষ সুযোগ দিতে সম্মত হয়।
দেশে যাওয়ার এই সুযোগটি সকল অবৈধ প্রবাসীকে নেয়ার আহŸান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, যারা দেশে যাওয়ার আবেদন করেছে, ক্লিয়ারেন্স পাওয়ার পর অবশ্যই তাদেরকে দেশে ফিরে যেতে হবে। অন্যথায় লেবাননের জেনারেল সিকিউরিটি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।