Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাজাগতিক গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নোবেল পুরস্কার ঘোষণার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার তিনজন বিজ্ঞানী সম্মিলিতভাবে এই পুরস্কার পেয়েছেন। তারা হলেন- জেমস পিবলেস, মিশেল মেয়র এবং দিদিয়ের কুয়েলজ। রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় এ বছরের পদার্থে নোবেলজয়ী হিসেবে তাদের তিনজনের নাম ঘোষণা করেছে। রয়্যাল সুইডিশ একাডেমি বলছে, মহাবিশ্ব এবং পৃথিবীর বিবর্তনের বোঝাপড়ায় অগ্রগতি সাধন করে এ বছর পদার্থে নোবেল পেয়েছেন এই তিন বিজ্ঞানী। জেমস পিবেলস ‘শারীরিক মহাজাগতিক ক্ষেত্রে তাত্তি¡ক আবিষ্কার’ করে পুরষ্কারের অর্ধেক জিতেছেন। এবং বাকি অর্ধেক মিশেল মেয়র এবং দিদিয়ার কোয়েলোজের সঙ্গে যৌথভাবে ‘সৌর ধরণের নক্ষত্র প্রদক্ষিণকারী এক্সপ্লানেটের আবিষ্কার’ করে ভাগ করে নিয়েছেন। নোবেল পুরষ্কারের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, জেমস পিবেলসের ‘তাত্তি¡ক কাঠামো, দুই দশকেরও বেশি সময় ধরে তৈরি হয়েছে। মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে আমাদের আধুনিক জ্ঞান, অর্থাৎ বিগ ব্যাং থেকে বর্তমান বিশ্ব পর্যন্ত সমস্তটাই জানা যাবে এই তত্তে¡।’ বাকি দুই সুইস বিজ্ঞানী এই প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কার করলেন। পুরস্কারের অর্থমূল্য নয় লাখ ১০ হাজার ডলারের অর্ধেক পাবেন পিবলস। বাকি অর্থ মায়োর আর কুয়েলোর মধ্যে ভাগ হবে।

এর আগে অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। সোমবার স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে র‌্যাডক্লিফকেজ চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালের নোবেল পুরস্কার জয়ী হিসেবে ঘোষণা করে।

এবারের পুরস্কার সম্বন্ধে নোবেল পুরস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স দ্বারা পুরষ্কৃত ২০১৯ সালের এই পুরস্কার “মহাবিশ্বের কাঠামো ও ইতিহাস সম্পর্কে নতুন উপলব্ধির পাশাপাশি সৌরজগতের বাইরে থাকা আরও একটি সৌর জগতের হদিশ দিয়েছে এই আবিষ্কার। এখানেও নক্ষত্রের প্রদক্ষিণ করে একাধিক গ্রহ। এই আবিষ্কার বিশ্ব সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছে।
গত ৫৬ বছরের মধ্যে গত বছর প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। এর আগে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি। সর্বশেষ ১৯৬৩ সালে জার্মান বংশোদ্ভ‚ত মার্কিন তাত্তি¡ক পদার্থবিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ার দ্বিতীয় নারী হিসেবে পদার্থের নোবেল পান। চলতি বছর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ২২৩ জন ব্যক্তি ও ৭৮টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী- ৯ অক্টোবর পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর বিকেল ৫টায় দ্য রয়্যাল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে, ১৪ অক্টোবর অর্থনীতিতে পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ