পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্রলীগের নির্মম নির্যাতনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের বহুমুখী দক্ষতা অর্জনের প্রতি ঝোঁক ছিল। একাডেমিক পড়াশুনার পাশাপাশি নিজেকে ভাষাগতভাবে দক্ষ করতে আরবী ভাষা শেখার প্রতিও টান ছিল এই মেধাবীর। কুরআন-হাদীস বোঝার পাশাপাশি আরবীতে দক্ষ হয়ে মধ্যপ্রাচ্যে ভালো শ্রম বাজার নিশ্চিতে ভর্তি হয়েছিলেন রাজধানীর নীলক্ষেতের একটি কোচিং সেন্টারে। ‘সিবাওয়াই ঃ অ্যারাবিক লার্নিং প্রোগ্রাম’ নামের ওই কোর্সের নীলক্ষেত শাখার বি-০৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। নিজে আরবী শেখা ছাড়াও বন্ধু, সহপাঠীসহ পরিচিতজনদের আহবান জানিয়েছিলেন কুরআন-হাদীসের ভাষা শিখতে।
আরবী ভাষা শেখা প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে লেখেন, আরবী ভাষা আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষা সমূহের একটি। জাতিসংঘের অন্যতম একটি ভাষা আরবী। এছাড়া ইসলামী দৃষ্টিকোণ থেকেও আরবী ধর্মীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। কোরআন-হাদীস বুঝার জন্যও আরবী ভাষার গুরুত্ব অনেক। এছাড়া বর্তমানে অর্থনৈতিক চিন্তা করলে মিডলিস্ট বড় একটি মার্কেট। সুতরাং আরবী ভাষা জানা থাকলে, তা হবে ক্যারিয়ারে আপনার জন্য বড় একটি প্লাস পয়েন্ট।
নিজে আরবী শেখা প্রসঙ্গে বলেন, কোর্সটি আমিও করছি। আমার কাছে হাই প্রোফাইল মনে হইছে। মনে হচ্ছে ৫ মাসে আরবি ভাষাটা শিখেই ফেলব। ২ মাসে ভালই শিখে ফেলসি। পুরোপুরি শিখতে আরও ৩ মাস পরিশ্রম করতে হবে। কোর্সটিতে প্যারা একটু বেশি, তবে মজা আছে। আপনিও সুযোগটি ব্যবহার করে আরবি ভাষার গুরু হয়ে উঠতে পারেন। বিশেষ করে বুয়েটের ভাই-ব্রাদার ও বন্ধুদের আহŸান করবো। বুয়েটের ছাত্রদের এই স্কিলটা ডেভেলপ করতে খুব বেশি কষ্ট হবে না।
অন্যদের আরবী শেখার প্রতি আহবান জানিতে আবরার লেখেন, ভাই আজেবাজে কাজে বহু টাইমই চলে যায়। কনসার্ট কিংবা ফেস্টের সময়ও তো ল্যব কুইজ থাকে। কিন্তু তখন তো আমরা একথা ভাবি না। আসলে ভাই এগুলো শয়তানের ওয়াসওয়াসা। সাহস করো দেখবা টাইমে বরকত আসবে।
ভাষা শিক্ষা কোর্সের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাছান বলেন, রাত ৯টায় ক্লাস শেষ হলে আবরাসহ ওরা কয়েকজন মার্কেটের মধ্যেই নিজেরা এশার জামাত করে নামাজ পড়ত। সে যথেষ্ট ভদ্র ও মেধাবী ছিল। ডিপার্টমেন্টের চাপে থেকেও শত ব্যস্ততা রেখে নিয়মিত আরবী ভাষা শিখতে আসত। তবে ডিপার্টমেন্টের চাপে আরবীর ক্লাস মিস হলে আমার হলে (ঢাবির বিজয়-৭১ হল) চলে আসত, আমি পড়া বুঝিয়ে দিতাম। আবরার অল্প সময়ে অনেক দক্ষ হয়ে উঠেছিলেন বলে এই কোর্স সমন্বয়ক জানান।##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।