Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় স্কুলছাত্র খুন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজার অষ্টমী রাতে দশম শ্রেণির স্কুলছাত্র সৌরভ গাঙ্গুলী (১৫) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। গত রোববার রাতে উপজেলার দেবগ্রাম সার্বজনীন উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত সৌরভ সার্বজনীন উমাচরণ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দেবগ্রামের বিমল গাঙ্গলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সৌরভ শান্তশিষ্ট প্রকৃতির ছিল, সে দেবগ্রাম স্কুলে লেখাপড়া করত এবং স্কুল হোস্টেলেই থাকত, রাত আনুমানিক ১০টার দিকে পাশেই দূর্গাপুজার অষ্টমীর অনুষ্ঠান চলছিল, এ সময় সে হোস্টেলেই ছিল। বিদ্যালয় সহপাঠি দূর্জয় গাঙ্গলী, স্নাত বিশ্বাস, দীপ্ত গাঙ্গলী বলেন, রোববার রাতে সৌরভ গাঙ্গলীসহ আমরা ৫ জন হোস্টেলের রুমে ছিলাম এবং মোবাইলে মুভি দেখছিলাম, তখন পাশের সিটে শুভ ঘুমাচ্ছিল, এ সময় সৌরভ গেমস খেলার জন্য আমাদেরকে বাইরে ডাকে আমরা ছবি দেখছি বলে যেতে রাজি না হলে ও একাই বাইরে যায় এবং ৪/৫ মিনিট পরে পেট চেপে ধরে রুমে এসে পড়ে গিয়ে বলে আমি বাচবো না তখন তার পেটে মারাত্মক আঘাতের ক্ষত দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়। তার অকাল মৃত্যুতে পরিবার এবং এলাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ঘটনা তদন্তে মাঠে নেমেছে তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, রোববার দিনগত রাতে তারা চার বন্ধু মিলে হোস্টেলের রুমে মুভি দেখতেছিল, এমন সময় সৌরভ এসে বলে আমি বাচবো না, পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ