Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্নমতের হলেও একজন মানুষকে মেরে ফেলার অধিকার কারও নেই: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১:০৪ পিএম | আপডেট : ৮:৩৪ পিএম, ৭ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিষয়ে তদন্ত চলছে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তদন্তে যারাই অপরাধী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইন নিজস্ব গতিতে চলবে।’

সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ কথা বলেন।

বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিনগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। সহপাঠীরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার লেখালেখি করতেন। এ কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুয়েটে একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে -এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন এটা আমি শুনেছি, এটা আমি জানি। একটু আগে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জিজ্ঞাসা করেছেন। আমি তাকে বলেছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করতে পারেন।’

মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু বুঝি, এখানে ভিন্নমতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই। কাজেই এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তদন্ত চলছে, তদন্তে যারাই অপরাধী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে, পারসোনালি আমি বলেছি- এখানে আমার কোনো ভিন্ন মত নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধী যেই হোক, আইন নিজস্ব গতিতে চলবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশ বিক্রিও তো বলে ফেলছে বিএনপি, তাই বলে বিএনপি নেতাদের কী আমরা মেরে ফেলব? কোনো আবেগ ও হুজুগে কারা (আবরার ফাহাদকে হত্যা) করেছে, তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে এবং সেই তদন্ত চলছে।’



 

Show all comments
  • মোঃ নুরুল আলম ৭ অক্টোবর, ২০১৯, ৩:৪৮ পিএম says : 0
    ভুল বললেন কাদের সাহেব । সে ক্ষমতা একমাত্র আপনার দলের লোকদের রয়েছে । বাস্তবে তার অহরহ উদাহরণ সবার সম্মুখেই । সুতরাং ভালো মানুষ সাজতে নাটক কইরেন না । অনেক হয়েছে ।
    Total Reply(0) Reply
  • Md Harun al Rashid ৭ অক্টোবর, ২০১৯, ৪:২৩ পিএম says : 0
    মাননীয়,এটা আবেগ বা হুজুগ নয়। হত্যা কান্ড নিষ্ঠুরতায় হয়। িনরপক্ষ তদন্ত করে অপরাধীর শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।
    Total Reply(0) Reply
  • মোঃ নুরুল আলম ৭ অক্টোবর, ২০১৯, ৪:৩৫ পিএম says : 0
    ক্ষমতার পালা বদল দরকার ।
    Total Reply(0) Reply
  • হাবিবুর রহমান হারুন ৭ অক্টোবর, ২০১৯, ৬:২৮ পিএম says : 0
    মাননীয় মন্ত্রী, আপনার সন্তানতুল্য আবরারকে পিটিয়ে মেরে ফেলা হল ! আপনি বলতে পারতেন, “যারা মেরেছে তাদের ধরে পিটিয়ে আধমরা করে বিচারের জন্য পাঠান”। তা না করে বল থ্রো করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন !
    Total Reply(0) Reply
  • Prince ৮ অক্টোবর, ২০১৯, ৭:১৮ পিএম says : 0
    ছাত্রলীগ মানে কী?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ