Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত আপেলের পরিবারের পাশে রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

আর্থিক অনুদান নয়, অভাব অনটনের এ পরিবারে অনুদানের টাকা কিছুদিন পর শেষ হয়ে যাবে। তাই পরিবারটিকে বাঁচাতে রেল বিভাগে একজনের স্থায়ী চাকরি দেন স্যার। এমন দাবি জানালেন স¤প্রতি রংপুরের কাউনিয়া স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত আপেল মাহমুদের বাবা দিনমজুর আমিনুল ইসলাম।
গতকাল রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানার বারঘড়িয়া ঘনিমহেষপুর গ্রামে নিহত আপেলের বাড়িতে রেল বিভাগের পক্ষ থেকে এক লক্ষ টাকা সহায়তা প্রদানকালে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে এমন দাবি জানানো হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, দরিদ্র এই পরিবারটির যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। রেল বিভাগের পক্ষ থেকে তিনি ট্রেন দুর্ঘটনায় নিহত আপেলের বাড়িতে ক্ষতিপূরণ নয়, সহায়তা ও স্বচক্ষে বিস্তারিত দেখতে এসেছেন। আপাতত রেল বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে একজনকে রেলে চাকরি দেওয়া হবে।
মন্ত্রী আরো জানান, ট্রেন দুর্ঘটনার সাথে জড়িত রেলের চালকসহ দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, দপ্তর সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন একদিক থেকে ঘুরে অন্যদিকে লাগানোর সময় দাঁড়ানো ট্রেনকে ধাক্কা দিলে দুটি বগি ভেঙে যায় এবং ঘটনাস্থলে আপেল মাহমুদ নিহত হয়। নিহত আপেল গাইবান্ধার কমিউনিটি নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ