Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যা বললেন দ্বিতীয় স্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট সিঙ্গাপুরে একজন বিদেশি নারীর সঙ্গে সময় কাটাতেন। এ তথ্য জানিয়ে তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী বলেছেন, সম্রাটের আর কোনো নেশা নেই জুয়া খেলা ছাড়া। ক্যাসিনো থেকে টাকা আয় করে সংগঠন চালাতেন বলেও দাবি করেছেন শারমিন। রাজধানীর মহাখালীর ডিওএইচএস- এ সম্রাটের স্ত্রী বসবাস করেন। এ বাসায় সম্রাট গত দুই বছরে এক দিনও আসেননি। শারমিন জানান, আগে তাকে নিয়ে বিদেশে গেলেও গত দুই বছর আর তাকে সঙ্গে নেননি। তিনি সিঙ্গাপুরে চায়না-মালয়েশিয়ান বংশোদ্ভুত এক নারীর সঙ্গে সেখানে সময় কাটাতেন। গত দুই বছর ধরে সম্রাট এ বাসায় না এলেও তিনি নিয়মিত কাকরাইলের কার্যালয়ে যেতেন। সেখানেই সম্রাট বেশি সময় কাটাতেন।

ওই কার্যালয় সম্রাট দখল করেছেন কি না এমন এক প্রশ্নে শারমিন বলেন, ওই কার্যালয়ে অফিস নেয়ার পর তার লোকজন নিরাপত্তা জোরদার করে। এতে ওই ভবনের অনেকে সরে যায়। ওই ভবনে তার কার্যালয় ছাড়া আর কেউ এখন নেই।

সূত্র জানায়, সম্রাটের তিনজন স্ত্রী রয়েছেন। প্রথম পক্ষের স্ত্রী একমাত্র মেয়েকে নিয়ে বাড্ডায় থাকেন। মেয়ে পড়াশোনা শেষ করেছেন। দ্বিতীয় স্ত্রী মহাখালীর ডিওএইচএসে থাকেন। তার একমাত্র ছেলে মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

সাংবাদিকদের শারমিন চৌধুরী আরো বলেন, আমাদের ১৯ বছরের সংসার। আমার স্বামী কখনও চাননি- অবৈধ টাকা দিয়ে সংসার চলুক। কখনও অবৈধ টাকা তিনি সংসারে দেননি। এই বাসাতে আমি আমার মেয়েকে নিয়ে থাকতাম। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর পর আমি এগুলো শুনেছি। এর আগে কিছুই জানতাম না। পত্র-পত্রিকা এবং টেলিভিশন দেখে আমি জানতে পেরেছি। এরপর থেকে আমিও নজরদারিতে ছিলাম। সে ক্যাসিনো কিংবা অন্য কিছুতে জড়িত ছিলেন কি না তাও আমরা জানতাম না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্রাটের স্ত্রী বলেন, দলে তার বড় ভাই আছে। তবে সেটা কারা এটা জানি না। কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। সবার সাথে ওর একটা ভালো বন্ডেজ আছে। সম্রাট অনেক জনপ্রিয় নেতা। জি কে শামীমকে আমি চিনি না, খালেদকে চিনি। আমি মাঝে মাঝে অফিসে (কাকরাইলে) যেতাম। আমি দেখতাম, অতটুকুই। এদিকে অভিযানের পর র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্রাটের মহাখালী বাসায় কিছু পাওয়া যায়নি।



 

Show all comments
  • Mohammad Basir Hasan ৭ অক্টোবর, ২০১৯, ১:৩১ এএম says : 0
    একজন সামাজিক ভদ্র মহিলা তিনি সাংবাদিক দের সঙ্গে সুন্দর ভাবে কথা বলেন।
    Total Reply(0) Reply
  • Jaman Khan ৭ অক্টোবর, ২০১৯, ১:৩১ এএম says : 0
    দুর্নীতি ও অনিয়ম প্রবণ ব্যবস্থা টিকিয়ে রেখে, কয়েকজনের বিরুদ্ধে লোক দেখানো পদক্ষেপ নিলেই সুশাসন প্রতিষ্ঠা হয় না।
    Total Reply(0) Reply
  • Sohel Mahmood ৭ অক্টোবর, ২০১৯, ১:৩২ এএম says : 0
    ধন্যবাদ জানিয়ে লাভ নাই আপনার নাম আইসা পড়বো ক্যাসিনো এর সাথে জড়িত
    Total Reply(0) Reply
  • Mohammad Jaman ৭ অক্টোবর, ২০১৯, ১:৩২ এএম says : 0
    বাহ কি সুন্দর কথা অবৈধ টাকা দিয়ে নাকি জনপ্রিয় নেতা হয়েছে ।কেসুনোর টাকা দিয়ে নাকি দল পালে । ওরে রিমান্ডে নিলে আরও তত্ত্ব বেরিয়ে আসবে ।
    Total Reply(0) Reply
  • Saiful Islam ৭ অক্টোবর, ২০১৯, ১:৩২ এএম says : 0
    এই মহিলা এর কথায় বুজা যায় অনেক কিছু যানে লুকিয়ে রাখছে
    Total Reply(0) Reply
  • Asraful Islam ৭ অক্টোবর, ২০১৯, ১:৩২ এএম says : 0
    সে নামাজি বিশ্বাস হয় না,,,কোন নামাজি ব্যাক্তির চলা ফেরা এমন হতে পারেনা,
    Total Reply(0) Reply
  • Kausar Ahmmed ৭ অক্টোবর, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    কত টাকার মালিক হলে সিঙ্গাপুরে ক্যাসিনোতে আসতে পারে সেটা কি জানে জনগণ সেটা কি জানেন সম্রাটের স্ত্রী ,,,,,,,,,, সম্রাটের স্ত্রীর সাক্ষাৎকার শুনে মনে হচ্ছে যেন ওটা বাংলার একটাই নেতা সে হচ্ছে সম্রাট
    Total Reply(0) Reply
  • Borhan Akber ৭ অক্টোবর, ২০১৯, ১:৩৩ এএম says : 0
    ক্যাসিনো নাকি বিএনপি শুরু করে দিয়ে গেছিল এখনতো শুনলাম আরেকটা।
    Total Reply(0) Reply
  • Md Ohidul Ialam ৭ অক্টোবর, ২০১৯, ১:৩৪ এএম says : 0
    সম্রাটের স্ত্রীর কথায় বুঝা যায় কেস্যানোর টাকা দিয়ে সম্রাট সরকারের সংগঠন চালিয়েছেন তাতে এই ধারায় এই টাকার ভাগ সরকারও পেয়ে গেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ