Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ফ্লাইট

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাজশাহী-ঢাকা রুটে বিমানের আরেকটি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স সকালের এই ফ্লাইটটি চালু করছে বলে জানিয়েছেন রাজশাহী স্টেশনের স্পেশাল ইনচার্জ মোশাররফ হোসাইন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুরোধে এই ফ্লাইটটি চালু হচ্ছে।

তিনি জানান, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে ইউ বাংলার একটি ফ্লাইট চালু আছে। প্রতিদিন বিকেল ৩.৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহী এবং ৪.৩৫ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছাড়ে। সম্প্রতি রাসিকের মেয়র বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সকাল-বিকেল ফ্লাইট চালু করতে অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ সকালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ