পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সবুজ বেষ্টনী তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে চট্টগ্রামস্থ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। সবুজায়নের পাশাপাশি ইউনিভার্সিটি ক্যাম্পাসকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাত ও ভ‚মিধসে সুরক্ষায় তাল গাছ রোপণের এ কার্যক্রম শুরু করেছে উইমেন ইউনিভার্সিটি।
গতকাল শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর নির্মলা রাও। ১শ জন শিক্ষার্থী, শিক্ষক, ফ্যাকাল্টি, স্টাফ-এর অংশগ্রহণে এ তাল গাছ রোপণ কর্মসূচি শুরু হয়। নগরীর বায়েজিদস্থ আরেফিন নগরে অবস্থিত এ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের দীর্ঘ চার কিলোমিটারব্যাপী সীমানা প্রাচীর চট্টগ্রামের অনন্য বিনোদন কেন্দ্র ফয়’স লেক পর্যন্ত চার হাজার তাল গাছ রোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর হেড অব সায়েন্স এন্ড ম্যাথ প্রোগ্রাম প্রফেসর একেএম মনিরুজ্জামান মোল্লা, পাবলিক হেলথ-এর সহযোগী অধ্যাপক নাজমুল আলম, এনভাইরনমেন্টাল সায়েন্স-এর সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ নাজিম উদ্দিন, অধ্যাপক মুকেশ কে গুপ্তা প্রমুখ। এ কার্যক্রমের তত্ত¡াবধান করেন এশিয়ান উইমেন ইউনিভার্সিটির কেমিস্ট্রির সহযোগী অধ্যাপক আহমেদুল কবির ও অর্গানিক কেমিস্ট্রির সহকারী অধ্যাপক ড. পলরাজ মোসেই সিলভা কুমার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।