Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত : প্রধানমন্ত্রী

দিল্লিতে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রত্যাশা করছেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে এই সম্পর্ক অব্যাহত থাকবে। গতকাল নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আমাদের বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে সৃষ্ট দ্বিপক্ষীয় সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের দৃষ্টান্তরূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা বলেন, আমাদের উভয় দেশের মধ্যকার এই সম্পর্কের শুভ সূচনা হয়েছিল ১৯৭১ সালে যখন বাংলাদেশের জনসাধারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই মুক্তিযুদ্ধে ভারতের জনগণ ও সরকারের অপরিসীম অবদানের কথা আমরা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তা এক মাইলফলক হিসেবে পরিগণিত হয়।

বাংলাদেশ থেকে ভারতে এলপিজি রপ্তানিতে দুই দেশ লাভবান হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ভারতে এলপিজি রপ্তানির সিদ্ধান্ত আমাদের উভয় দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে অধিকতর বেগবান করবে বলে আমি মনে করি। এছাড়া এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের জ্বালানি চাহিদা পূরণ অনেকাংশে সহজ হবে বলে আমি আশা করছি।

বিগত এক দশকে দুই দেশের মধ্যে সম্পর্কের সফলতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিগত এক দশকে আমাদের উভয় দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত খাত যেমন নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, জনযোগাযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য প্রভৃতি খাতে সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন ও অপ্রচলিত খাত যেমন ব্ল-ইকোনমি এবং মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ও সাইবার সিকিউরিটি প্রভৃতি খাতে উভয় দেশের সহযোগিতার হাত স¤প্রসারিত হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হয়। এতে বাংলাদেশ ও ভারতের মধ্য সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দুই নেতার মধ্যে তিনটি যৌথ প্রকল্প চুক্তি হয়েছে।

দিল্লিতে ‘ঠাকুর শান্তি পুরস্কার’ পেলেন প্রধানমন্ত্রী : ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঠাকুর শান্তি পুরস্কারে’ ভূষিত করা হয়েছে। গতকাল (শনিবার) নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি আশা মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ পুরস্কার তুলে দেন।

শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা দারিদ্র্য ও দুর্নীতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ নির্মূল, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ভূমিকা রাখায় এশিয়াটিক সোসাইটি, কলকাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কারে ভূষিত করেছে। শেখ হাসিনার আগে বিশ্বশান্তির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এ পুরস্কারে ভূষিত হন।



 

Show all comments
  • Abdur Rahim ৬ অক্টোবর, ২০১৯, ১:০৭ এএম says : 0
    দেশকে আর কত ছোট করবেন? যে টুকু তারা দেয় সেটা আপনার ব্যাক্তিগত কিন্তু দেশের জন্য তাদের কাছে কি পেলেন? আপনি শুধু দিয়ে আসেন বিনিময়ে দেশের জন্য কি আদায় করেন?
    Total Reply(0) Reply
  • ক্ষণিকের মুসাফির ৬ অক্টোবর, ২০১৯, ১:০৮ এএম says : 1
    নোবেল না পেলেও শান্তিতে ঠাকুর পুরষ্কার পাইছে ৷ তাই শেখ হাসিনা গর্বিত ৷
    Total Reply(0) Reply
  • মশিউর রহমান শিমুল ৬ অক্টোবর, ২০১৯, ১:০৮ এএম says : 0
    it's not relationship, it's called compromise
    Total Reply(0) Reply
  • Shafiul Islam Farabi ৬ অক্টোবর, ২০১৯, ১:১২ এএম says : 1
    সাবাস জননেত্রী । শুভ কামনা রইলো । এগিয়ে যেতে হবে আরো বহুদূর....
    Total Reply(0) Reply
  • মোঃ কামাল হোসেন ৬ অক্টোবর, ২০১৯, ১:১৩ এএম says : 1
    বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হোক দাবি এখন সময়ের দাবি এই দাবি বিশ্বের শান্তিকামী জনতার দাবি
    Total Reply(0) Reply
  • Sumon Ahmed ৬ অক্টোবর, ২০১৯, ১:১৪ এএম says : 0
    ভারতের যখন কোন কিছুর প্রয়োজন হয় তখন তারা আমাদের প্রধানমন্ত্রীকে স্মরণ করে আর আমাদের প্রধানমন্ত্রী সরল মনে তাদেরকে সবকিছু উজাড় করে দিয়ে দেন।আমরা কপাল পোড়া জাতি সবসময় দিয়েই যাচ্ছি বিনিময়ে কোনদিন কোনকিছুই পাই নি?
    Total Reply(0) Reply
  • Nadim ahmed ৬ অক্টোবর, ২০১৯, ২:০০ এএম says : 0
    Yes, the relation between Bangladesh and India is an example for the rest of the world! It is a lesson for the rest of the nation to be careful before the time run out of their hand. Bangladesh is a living example of becoming a victim if a nation surrenders all its wills, desires and right to a powerful neighbor (India). And India is taking full advantage of it. What a relationship!!!
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ৬ অক্টোবর, ২০১৯, ২:০০ এএম says : 0
    বাংলাদশের জলবায়ু ও পরিবেশ দূষণে ভারতই ষোল আনা দায়ী। জলদস্যুপনা করে পানি উজাড় করে দিয়েছে। পানি ছাড়া জলবায়ু ও পরিবেশ কেমন করে টিকে থাকতে পাার?
    Total Reply(0) Reply
  • ash ৬ অক্টোবর, ২০১৯, ৫:৫৩ এএম says : 0
    HAHAHAHAHAHAHAHHAAH
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৬ অক্টোবর, ২০১৯, ৭:৪০ পিএম says : 1
    ঠাকুর শান্তি পুরুস্কার পেয়ে জননেত্রী শেখ হাসিনা বিশ্বশান্তির উপর নোবেল পুরুষ্কার পাবার কয়েক ধাপ এগিয়ে গেলেন। বিশ্বের শক্তিধর দেশের একটা ভারত তারা নেত্রী হাসিনাকে শান্তিতে নোবেল পাওয়ার জন্যে এভাবেই এগিয়ে দিলেন এখন সময়ের ব্যাপার। তবে এই সময়টা অতিক্রম করা ভীষণ কঠিন কাজ এটাও সত্য। আল্লাহ্ যখন সদয় হবেন তখনই নেত্রী হাসিনা শান্তিতে নোবেল পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করবেন এটাই সত্য। আল্লাহ্ আমাদের সবাইকে বুঝার ও সেইভাবে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Suruj ali ৮ অক্টোবর, ২০১৯, ২:০৬ এএম says : 0
    তাই নাকি আপনার কথা শুনে তো আমার হাসি পায় যাই হোক আর কয়দিন লাগবে ভারতের কাছে দেশটা বিক্রি করে দিতে দেশের মানুষের পুরো স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার ধিক্কার জানাই এই সরকারকে । শুধুমাত্র এই সরকারের জন্য আমরা নানা দিক থেকে বঞ্চিত আর এটা আপনার কাছে রোল মডেল হতে পারে কিন্তু আমাদের কাছে এটা হাস্যকর আপনাদের মুকুট বিক্রি করেছেন সেটা একবারও কি ভেবেছেন দুধ বিক্রি করে গোল কিনলাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ