পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মহাখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এসময় অভিযান পরিচালনাকারী দল ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ডিএনসিসির অঞ্চলের-৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মহাখালী কমিউনিটি সেন্টারের সামনে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অফিস পর্যন্ত অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়। এতে ফুটপাত থেকে মোট ২০টি পাকা স্থাপনা এবং প্রায় ৫০টি সেমি পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মহাখালী কমিউনিটি সেন্টারের আশপাশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পর্যটন করপোরেশন অফিস পর্যন্ত ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, যারা অবৈধভাবে সরকারি জায়গা, সড়ক ও ফুটপাত দখল করে মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে তাদেকে উচ্ছেদ উদ্ধার করে জনগণের সড়ক ও ফুটপাত জনগণকে ফেরৎ দেয়া হবে। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।