Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসায়ীদের সিন্ডিকেট পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য দায়ী -মাওলানা আবদুল লতিফ নেজামী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী পেঁয়াজের অস্বভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যথাযথ তদারকির অভাব এবং আমদানিকারক, মজুতদার ও পাইকারী ব্যবসায়ীদের অনৈতিক সিন্ডিকেট পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য দায়ী। অতি মুনাফাখোরী ব্যবসায়ীদের কারসাজিতে পেঁয়াজসহ দ্রব্যমূল্যে বার বার অনাকাঙ্খিত বিপর্যয় সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসিনতা ও অদূরদর্শিতার কারণেই দ্রব্যমূল্যে বার বার এই অবস্থা দাঁড়াচ্ছে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্ষ্টৃ বিপর্যয় রোধের ব্যর্থতায় দেশবাসি হতবাক ও ক্ষুব্ধ।

তিনি এক বিবৃতিতে বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন ও ব্যবহারের প্রকৃত চাহিদার সঠিক পরিসংখ্যান সংরক্ষণ না করায় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মার্কেট মনিটর করা ও পেঁয়াজের দরে ভারসাম্য আনার জন্যে ব্যবস্থা না থাকার কারণে পেঁয়াজের বাজার দর কতিপয় একচেটিয়া অতি মুনাফাখোর ব্যবসায়ীদের কর্তৃত্বে চলে যায় এবং দ্রব্যমূল্যে এই অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত বিপত্তি ঘটে।

তিনি দ্রব্যমূল্যের উর্দ্ধগতির ঝুঁকি এড়ান্াের জন্যে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির প্রকৃত চাহিদা, উৎপাদন ও আমদানির সঠিক পরিসংখ্যান সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এতে পেঁয়াজের বাজার দর একচেটিয়া আধিপত্য থেকে রক্ষা পাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ