Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কে দলের বা পরিবারের তা দেখতে চাই না: ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১০:৫৫ এএম

জাতিসংঘ অধিবেশনের এক ফাঁকে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন ভয়েস অব আমেরিকা। সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকট, দুর্নীতিবিরোধী অভিযানসহ সমসাময়িক নানা ইস্যু।

গতকাল মঙ্গলবার রাতে সাক্ষাতকারটি প্রচার করে সংবাদমাধ্যমটি। সাক্ষাৎকারটি নিয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।

ভয়েস অব আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, এখানে আমার দলের কে, কী সেটা আমি দেখতে চাই না, আমার আত্মীয়-পরিবার আমি দেখতে চাই না, বিত্তশালী কেউ আছে কি না এটা আমি দেখতে চাই না। যেখানে অনিয়ম ও দুর্নীতি সেখানে অভিযান চলবে।

তিনি বলেন, সাধারণ মানুষ দুর্নীতিবাজ না। মুষ্টিমেয় কিছু মানুষ দুর্নীতি করে। দুর্নীতি করে কেউ কেউ অনেক টাকার মালিক হয়েছে, এটা বৈষম্য সৃষ্টি করছে।

তিনি জানান, দেশে এখন দেখানোর একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এটা সম্পূর্ণ অসুস্থ মানসিকতা। সেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাদের সন্তানেরা সৎপথে জীবন নির্বাহ করতে চান, তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয়। অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এটা-সেটা, হইচই, খুব দেখানো যায়। একজন অসৎ মানুষের দৌরাত্ম্যে যারা সৎ জীবনযাপন করতে চান, তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, রিফিউজি থাকার বেদনা আমি বুঝি। তাই মানবিক কারণেই রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছিলাম। তাদের থাকা, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। এই সমস্যাটা মিয়ানমারের সমস্যা। তাদের উচিত এটার সমাধান করা।

শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে তারা এখনো সমাধান করতে পারেনি। তাদের আত্মসম্মানবোধ থেকে থাকলে দ্রুত এর সমাধান হওয়া উচিত।



 

Show all comments
  • দীনমজুর কহে ২ অক্টোবর, ২০১৯, ১১:৫০ এএম says : 0
    মাননীয়া প্রধানমন্ত্রী ঘুসখোর দুর্নিতীবাজ অবৈধ ব্যাবসায়ীদের আপনি ছাড় দিবেননা ।সাধারন মানুষ কায়মান্য বাক্যে আপনার জন্য দোয়া করবে।দেশের আকাশ চুম্বি আপনার উন্নায়নের সুনাম সুখ্র্খ্যাতি এই সকল দুর্নিতিবাজরাই ধুলার সাথে মিসিয়ে দিয়েছে ।দলের মধ্যে সুদ্ধি অভিযান অব্যাহত রাখুন।আপনার সুনাম আবার ফিরে আসবে ই্সাল্লাহ।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ