Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ডাকসুর গণবিরোধী সিদ্ধান্ত দেশবাসী মেনে নিবে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করলে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। ডাকসুর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের অপচেষ্টা প্রতিহত করা হবে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের এখতিয়ার ডাকসুর নেই। ডাকসুর গণবিরোধী সিদ্ধান্ত দেশবাসি মেনে নিবে না।
ঢাকসু কর্তৃক ঢাকা বিশ^বিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টার প্রতিবাদে সোমবার রাতে নগরীতে সমমনা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের আহবানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
বাংলদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ওয়ালীউল্লাহ এর সঞ্চালনায় ছাত্র নেতৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. হাসিবুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস (ইসহাক) এর সভাপতি মো. মনসুরুল হক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস (মামুনুল হক) এর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামী ছাত্র খেলাফত এর সাধারণ সম্পাদক আবুল হাশিম শাহী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস (মাহফুজুল হক) এর সাধারন সম্পাদক মোঃ উবায়দুর রহমান ও বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন এর সাধারন সম্পাদক মো. জাকির হোসেন।



 

Show all comments
  • Yourchoice51 ২ অক্টোবর, ২০১৯, ৯:৩২ এএম says : 0
    তেত্রিশ বছরের কিছু বেশি হলো ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি; ওখানে পড়া-লেখা করেছি ছ' বছরের মতো। ঐ ছ' বছরে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে নিয়মিত নামাযী খুব একটা দেখিনি। এখনো মনে হয়না যে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ে নামাযীর সংখ্যা খুব একটা বেড়েছে। তাই ঐ বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিরোধী আইন প্রণয়ণে খুব একটা অবাক হইনি। ওখানে নাস্তিকদের সংখ্যা বেশী; নাস্তিকদের কাছে দেশবাসী কী আশা করে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ