Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ঘুষ গ্রহণ ও ভিক্ষাবৃত্তির মধ্যে পার্থক্য নেই’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ঘুষ নেয়া এবং ভিক্ষাবৃত্তির মধ্যে পার্থক্য নেই। যারা মনে করেন ঘুষ নিলে কেউ জানবে না তারা বোকার স্বর্গে বাস করছেন। এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুদক কার্যালয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। অফিস শৃঙ্খলা অফিসের নিরাপত্তা, কাজের গোপনীয়তা ও অফিসিয়াল আচরণ সংক্রান্ত এই কর্মশালায় উপসহকারী পরিচালক ও উপ-পরিচালক পদ-মর্যাদার ৩০ কর্মকর্তা অংশ নেন।

এ সময় দুদক চেয়ারম্যান বলেন, দুদককে একটি স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কর্মকর্তাদের প্রতিটি কাজ হতে হবে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য এবং প্রাসঙ্গিক। এর ব্যত্যয় ঘটলে দুদককে যোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করা কঠিন হবে। কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান আরো বলেন, আপনাদের আচার-আচরণ এবং কর্ম সম্পাদনে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির কোনো বিকল্প নেই। অনুসন্ধান ও তদন্তের তথ্য ব্যবস্থাপনায় এমন কোনও সুযোগ রাখা সমীচীন হবে না, যাতে অপরাধীরা দুদকের নথির গতিবিধি এবং আগাম তথ্য জানতে পারে। তথ্য পাচারের ঘটনা অফিস শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।’

তিনি বলেন, ‘নিজে পরিবর্তন না হলে, কাউকে পরিবর্তন করা যায় না। প্রতিষ্ঠানের স্বার্থেই নিজেকে পরিবর্তন করুন। দুদকের প্রতিটি কার্যক্রম টিমওয়ার্ক সংশ্লিষ্ট। তাই কর্মকর্তাদের পারস্পরিক সম্পর্ক আন্তরিক হতে হবে। সবাইকে অফিস ডেকোরাম মানতে হবে। অভ্যন্তরীণ সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা করা অফিসিয়াল আচরণের অন্যতম ভিত্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ