Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় শঙ্কার মাস

স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

চলতি অক্টোবর (আাশ্বিন-কার্তিক) মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে ঘনীভূত হয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। অতীতে অক্টোবর-নভেম্বর (আাশ্বিন-কার্তিক) মাসে দেশে প্রচন্ড ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে বর্ষার মৌসুমী বায়ু বিদায় নেবে।

গতকাল (মঙ্গলবার) আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় এ পূর্বাভাস দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ। পূর্বাভাসে জানানো হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। গত সেপ্টেম্বর (ভাদ্র-আাশ্বিন) মাসে সারাদেশে গড়ে প্রায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে মাত্র ৩.১ শতাংশ কম।
তবে বিভাগওয়ারি হিসাবে ঢাকায় স্বাভাবিকের চেয়ে ২৮.১ ভাগ, রাজশাহীতে ৩৬.১ ভাগ, সিলেটে ৩৫.৫ ভাগ কম এবং চট্টগ্রাম বিভাগে ৩০.৪ ভাগ বেশি বৃষ্টিপাত হয়। গেল আগস্ট (শ্রাবণ-ভাদ্র) মাসে দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ২৩.২ ভাগ কম হয়।

গত সেপ্টেম্বর মাসেও দেশে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ০.৯ ডিগ্রি এবং ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গত মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭.৪ ডিগ্রি সে.। একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় টেকনাফে ২৮৫ মিলিমিটার।
সর্বশেষ আবহাওয়া

এখনও বর্ষার সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে গতকাল দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ১২০ মি.মি.। এ সময় ঢাকায় ৪৬, চট্টগ্রামে ২১, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ৩, রংপুরে ১৮, খুলনায় ২০, বরিশালে ১২, মাদারীপুরে ৬০, নোয়াখালীতে ১০৭, কুমিল্লায় ৪২, কক্সবাজারে ৪৩ মি.মি.সহ প্রায় সারাদেশে বর্ষণ হয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪.৪ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সে.। আজ (বুধবার) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারীবৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং এরপরের ৫ দিনে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ