Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমলাপুরে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মো. মোখলেসুর রহমান (২৮) নামে ফাঁসির দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি রকিবউল হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল, চাঁদপুরের উত্তর মতলব থানায় একটি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত জেল পলাতক এক আসামি নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করে কমলাপুর রেলস্টেশনে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ট্রেনটি কমলাপুর রেলস্টেশন আসার সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেফতার করা হয়। ওসি আরও বলেন, মোখলেসুর চাঁদপুর জেলা কারাগারে থাকা অবস্থায় পালিয়েছিলেন। তিনি হত্যা মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামি।
এ ব্যাপারে চাঁদপুর জেলা কারাগারের জেলার আবু মুসা বলেন, গত ২৮ সেপ্টেম্বর কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান মোখলেসুর। তার বিরুদ্ধে তার দাদিকে গলাকেটে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আদালত তাকে ফাঁসির দন্ড প্রদান করেন।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ