Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবিতে কর্মশালা

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ উদ্যোগে ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ‘শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন প্রতিরোধ’ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ইউএন-উইমেনের প্রতিনিধিরা আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ‘যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে’ তিনটি কমিটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এমরান কবির চৌধুরীকে সভাপতি, ইউএন-উইমেনের প্রতিনিধি শুকো ইশাকাওয়াকে সহ-সভাপতি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহারকে সদস্য করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ