Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধ প্রতিরোধক কঠোর আইন প্রণয়ন করুন -নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী ক্যাসিনো বন্ধ করলে অপরাধ প্রবণতা বেড়ে যাবে বলে এক শ্রেণীর লোকদের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, ক্যাসিনো চলাকালে কি অপরাধ প্রবণতা বন্ধ ছিল? তিনি মদ জুয়া ও দুর্নীতি নিয়ন্ত্রনে দৃষ্টান্তমূলক ও অপরাধ প্রতিরোধক কঠোর আইন প্রণয়নের পাশাপাশি স্বল্পমেয়াদী ও খরচবিহীন বিচার ব্যবস্থা চালু করতে হবে। তিনি এক বিবৃতিতে বলেন, ক্যাসিনোর মাধ্যমে মদ জুয়া ঘুষ-দুর্নীতি ও মাস্তানদের অবাধ পদচারণার সুযোগ বিষ ফোঁড়ার মতো ভিসি আর, নগ্ন ও অশ্লীল ছায়া ছবি প্রদর্শন পর্ণ ও রম্য পত্র-পত্রিকা চলচ্চিত্রের প্রসার সুন্দরী প্রতিযোগিতা ও মাদক দ্রব্যের সহজলভ্যতায় মানুষের কুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলছে। মদ জুয়া ক্যাসিনো দেশে ফেতনা-ফ্যাসাদ, সহিংসতা, উগ্রতা, নাশকতা-নৃশংসতা, হিংসা ও বিদ্বেষ, গুম, খুন, জখম, চুরি, ডাকাতি,রাহাজানি, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ প্রভৃতি অপরাধ প্রবনতা বৃদ্ধির জন্যে দায়ী। তিনি মদ জুয়া ক্যাসিনোর করালগ্রাস থেকে জাতিকে চিরতরে মুক্ত করার লক্ষ্যে কার্যকরী উদ্যোগ নেয়ার জোর দাবি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ