পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশের ট্যানারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ অভিযোগ করে বলেছেন, বিসিকের (ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) চরিত্র হলো উদ্যোক্তাদের ওপর দোষারপ করা আর দুর্নীতিবাজদের সেভ (রক্ষা) করা। বেসরকারি সংস্থা এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের ট্যানারি শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এ কথা বলেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ। রাজধানীর ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল সোমবার সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে উপস্থিত ছিলেন বিসিক চামড়া শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা মীর মো. শাহীনুল ইসলাম। মূলত তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাহীন আহমেদ ওই কথা বলেন। তিনি বলেন, চীনের নিম্নমানের যন্ত্রপাতির কারণেই চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনগার (সিইটিপি) নষ্ট হয়েছে। এটির দুর্বল বিষয়গুলো দূর করা না গেল ভবিষ্যতেও সিইটিপি কাজ কারবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।