পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান নির্বাচন কমিশনারকেএম নুরুল হুদা হুশিয়ারী উচ্চারন করে বলেছেন, উপ-নির্বাচনে কোন প্রকার কারচুপি কিংবা ভোটকেন্দ্র দখলসহ যে কোন অনিয়ম পেলে সেই ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবেনা। আমরা এ সবের সঙ্গে কোন কমপ্রোমাইজ করবোনা। তাই রংপুর- ৩ আসনের উপ নির্বাচনে ভোটাররা নিরাপদে ভোট দিতে আসবেন এবং নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যাবেন। এ জন্য সব ধরনের ব্যাবস্থা নেয়া হয়েছে।
তিনি সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর-৩ (সদর) আসনের উপ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সভাশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। তিনি রোহিঙ্গাদের ভোটার হবার বিষয়টি নির্বাচনের ব্যর্থতা নয় দাবি করে বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন নির্বাচন কমিশনের সার্ভারে ১০কোটি ৪০ লাখ ভোটারের সব ডাটা আছে। সেখানে রোহিঙ্গাদের কারও নাম ওঠেনি। ১১ লাখ রোহিঙ্গা আছে এদের মধ্যে দুষ্টু প্রকৃতির যারা তাদের আমরা প্রতিহত করেছি। খবর পাবার সঙ্গে সঙ্গে এটা প্রতিহত করা সম্ভব হয়েছে। সিইসি বলেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে নয়, ওরা ভোটার আইডি কার্ড জ্বালিয়াতি করে এসব করার চেষ্টা করেছে।
আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেনসহ নির্বাচন কমিশনের উর্দ্ধতন কর্মকর্তবৃন্দ এবং আইন শৃঙ্খলা কমিটির কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।