Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনে আটক সেলিম রাতে গুলশানে র‌্যাবের অভিযান

অনলাইনে ক্যাসিনো ও অর্থ পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম | আপডেট : ১২:৫২ এএম, ১ অক্টোবর, ২০১৯

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো চালাতেন। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে নিজেকে রক্ষায় দেশ ছাড়তে চেপে বসেছিলেন থাই এয়ারের বিমানে। বিজনেস ক্লাসের এই যাত্রী অবশ্য দেশ ছাড়তে পারেননি। বিমান ছাড়ার আগেই তাকে পাকড়াও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়ে তিনটার দিকে। বিমান স‚ত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহ‚র্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।
সেলিম প্রধানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও তার সাথে বিএনপি জোট আমলের অনেক প্রভাবশালী নেতাদের সখ্যতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গতকাল দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সেলিম প্রধানের। তবে র‌্যাবের একটি দল ফ্লাইটটি থেকে সেলিমকে নামিয়ে আনায় ফ্লাইটটি ছাড় ছাড়তে কিছুটা বিলম্ব হয়ে ৩টা বেজে যায়।
র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনো/জুয়ার সঙ্গে জড়িত থাকা এবং অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাদের জন্য তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান বলেন, ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হয়ে এক যাত্রীকে আটক করলে ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়।
এদিকে, সেলিম প্রধান ‘প্রধান গ্রæপ’ নামে একটি ব্যবসায়ী গ্রæপের চেয়ারম্যান বলে জানা গেছে। ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, এই গ্রæপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যাদের ওয়েবসাইটেই ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনো ব্যবসার তথ্য রয়েছে। এছাড়া ‘প্রধান গ্রæপের’ কোম্পানি জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্সের নাম ঢাকা চেম্বারের সদস্যদের তালিকায় রয়েছে।
ওয়েবসাইটে দেখা যায়, সেলিম প্রধানের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে গুলশানে। সেখানেই পি২৪ গেইমিংয়ের অফিস। ওই ওয়েবসাইটে বলা হয়, পি২৪ গেইমিং কোম্পানি গত বছর ৭ ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয়। তাকে বাংলাদেশে অনলাইনে ক্যাসিনের ব্যবহার মূল হোতা বলা হয়। আর ফেইসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী সেলিম থাইল্যান্ডে থাকেন বলে উল্লেখ রয়েছে।

***



 

Show all comments
  • Jasim Uddin ১ অক্টোবর, ২০১৯, ১:২৮ এএম says : 0
    গুড নিউজ
    Total Reply(0) Reply
  • Harunur Rashid ১ অক্টোবর, ২০১৯, ১:২৮ এএম says : 0
    এবার শুরু হোক ইন্টারন্যাশনাল থেরাপি।
    Total Reply(0) Reply
  • Yousuf Ali ১ অক্টোবর, ২০১৯, ১:২৮ এএম says : 0
    এদেরকে দরে আইন এর আওতায় আনা দরকার.
    Total Reply(0) Reply
  • Mohammed Rahman ১ অক্টোবর, ২০১৯, ১:২৯ এএম says : 0
    Should wipe out the corruption throughout the country.
    Total Reply(0) Reply
  • ahammad ১ অক্টোবর, ২০১৯, ৩:২৩ এএম says : 0
    তাল বাহানা করে লাভ নেই। বত্যমান খমতাশালীদের চএছায়া ছাড়া এই সব চলতে পারে না।
    Total Reply(0) Reply
  • ahammad ১ অক্টোবর, ২০১৯, ৩:২৬ এএম says : 0
    তাল বাহানা করে লাভ নেই। বত্যমান খমতাশালীদের চএছায়া ছাড়া এই সব চলতে পারে না। তবে যেদলেরই হোল তাদের দৃষ্টান্ত চাস্তি কাম্য।
    Total Reply(0) Reply
  • ahammad ১ অক্টোবর, ২০১৯, ৩:২৬ এএম says : 0
    তাল বাহানা করে লাভ নেই। বত্যমান খমতাশালীদের চএছায়া ছাড়া এই সব চলতে পারে না। তবে যেদলেরই হোল তাদের দৃষ্টান্ত চাস্তি কাম্য।
    Total Reply(0) Reply
  • MOHAMMAD MEHEDI HASSAN ১ অক্টোবর, ২০১৯, ১১:০৯ এএম says : 0
    I known him before, because his office was in Planners Tower Bangla Motor !7 Floor as same floor in-front of my office still now. Selim Prodhan was owned BMW Car, he shared unknown face Cute Girl with Black shadow covered glass. His Institution name was "Japan Bangla" after a few years later he formed a new institution Namely Japan Bangla Printing Industries in the Narayangang. He always road march huge trafficking police security , As far as I know, he used to have police protection in our country as an ambassador from a foreign country
    Total Reply(0) Reply
  • MOHAMMAD MEHEDI HASSAN ১ অক্টোবর, ২০১৯, ১১:১৪ এএম says : 0
    আমি তাকে আগে জানতাম, কারণ তার অফিস প্ল্যানার্স টাওয়ার বাংলা মোটর 17 তে আমার অফিসের সামনে একই তলাতে ছিল। সেলিম প্রধানের বিএমডাব্লু কারের মালিকানা ছিল, তিনি কালো ছায়া কাচেরগ্লাস যুক্ত অচেনা মুখের কিউট অচেনা মেয়ে নিয়ে চলা ফেরা করতেন । তাঁর প্রতিষ্ঠানের নাম ছিল "জাপান বাংলা" কয়েক বছর পরে তিনি নারায়ণাঙ্গে জাপান বাংলা প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করেন। তিনি সর্বদা বিপুল পুলিশ নিয়ে চলা ফেরা করতেন/ আমি যতদূর জানি, তিনি বিদেশের রাষ্ট্রদূত হিসাবে আমাদের দেশে পুলিশ সুরক্ষা ব্যবহার করতেন/
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ