পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুখবর। তবে ‘ছোট’। দেশে হঠাৎ করে পেঁয়াজের দামে আগুনের মধ্যেই গতকাল (সোমবার) চট্টগ্রাম বন্দরে তুরস্ক থেকে আমদানিকৃত পেঁয়াজের চালান খালাস শুরু হয়েছে। এর পাশাপাশি মিয়ানমার থেকেও বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে পেঁয়াজ আমদানি এবং বাজারজাত শুরু করেছেন।
চট্টগ্রাম বন্দরে পেঁয়াজের আমদানি চালান প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রাতে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দৈনিক ইনকিলাবকে জানান, তুরস্ক থেকে এ পেঁয়াজ আমদানি হয়েছে। তবে আনীত পেঁয়াজ পরিমাণে তত বেশি নয়। আমরা জানতে পেরেছি দুই জাহাজের বিভিন্ন আমদানি পণ্যের চালানের সাথে ১৩টি কন্টেইনারযোগে প্রায় ৪ শ’ মেট্রিক টন পেঁয়াজ তুরস্ক থেকে এসেছে। আমদানিকৃত পেঁয়াজ দ্রুততার সাথে খালাস করা হচ্ছে।
দেশের প্রধান আমদানি নিত্যপণ্যের পাইকারি ও ইনডেন্টিং বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজবাহী ট্রাক চট্টগ্রামে প্রায় প্রতিদিন আসছে। মিয়ানমার ও তুরস্কের পেঁয়াজের দাম তুলনামূলক কম। পরিমাণে যাই হোক না কেন বাজারে বর্তমান অগ্নিমূল্য অবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার কারণেই দেশে পেঁয়াজের সঙ্কট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গতকাল খাতুনগঞ্জের বাজারে মিয়ানমারের পেঁয়াজ বোঝাই অন্তত ৮টি ট্রাক এসে পৌঁছায়। এতে করে প্রায় একশ মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রামের বাজারে এসেছে। এভাবে মিয়ানমার ও তুরস্কের পেঁয়াজ বাজারজাত হলে দাম কিছুটা হলেও সহনীয় থাকবে এমনটি জানান ব্যবসায়ীরা। গতকাল খাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজ প্রতিকেজি ৮০ টাকা এবং ভারতের আগে আমদানিকৃত নাসিক পেঁয়াজ ৯০ টাকা দরে বেচাকেনা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।