পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনায় ড্রেন নির্মাণের জন্য কেডিএ এভিনিউয়ের রাস্তার দু’পাশে খোঁড়াখুঁড়ি ও ফুটপাত ভেঙে ফেলায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। একদিকে ড্রেনের পুন:নির্মাণ কাজ মন্থরগতিতে চলছে, অপরদিকে রোডের পার্শ্ববর্তী হাসপাতাল, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা নিত্য ঝুঁকিতে চলাচল করছেন। ড্রেন নির্মাণের জন্য মূল সড়কে যান চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একই পথে চলছে শত শত মানুষ ও যানবাহন।
এদিকে খুলনা সিটি করপোরেশনের চলমান এ কাজের মধ্যেই গতকাল সোমবার সকাল ৯টার দিকে কেডিএ এভিনিউ হাতিলের শো রুমের পাশে একসঙ্গে হেলে পড়লো বিদ্যুতের ১১ হাজার ভোল্টের ৫ খুঁটি। একটি খুঁটিতে ট্রান্সফরমারও রয়েছে। একইসঙ্গে হেলে পড়েছে টেলিফোন লাইনের খুঁটিও। কর্মরত শ্রমিকসহ আতঙ্কিত শত শত মানুষ দিগি¦দিগ ছুঁটতে থাকেন। এ সময় যানবাহনের হর্ণ ও মানুষের চিৎকারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। থমকে যায় যানবাহনসহ মানুষের চলাচল। অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় নগরবাসি।
খবর পেয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশান কোম্পানি (ওজোপাডিকো) থেকে খুঁটির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকৌশলীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা জানান, পানিবদ্ধতা দূর করতে কেসিসি নগরজুড়ে ড্রেন প্রশস্তকরণের কাজ করছে। মেশিন দিয়ে ড্রেন কাটতে গিয়ে অনেক মানুষের বাড়ির সীমানা ওয়াল হেলে ও ধসে পড়ছে। বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি রাস্তায় আছড়ে পড়ছে। অনেক ভবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা পারে।
ওজোপাডিকোর ডিভিশন-৪ এর প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কেসিসির ঠিকাদার মেশিন দিয়ে ড্রেন প্রশস্ত করতে গিয়ে খুঁটির পাশের মাটি বেশি সরিয়ে ফেলেছে। আমরা খুঁটি সংলগ্ন ২ থেকে ৩ ফিট মাটি সরাতে নিষেধ করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্ত তারা তোয়াক্কা করেনি। যে কারণে ১১ হাজার ভোল্টের ৫ খুঁটি হেলে পড়েছে। খুঁটি হেলে পড়ার পরপর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বিভাগের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে খুঁটি অপসারণের কাজ শুরু করেছে।
সূত্রে জানা যায়, খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর অর্থায়নে নগরীর কেডিএ এভিনিউ এবং আবু আহমেদ সড়ক, ড্রেন ও ফুটপাত পুন:নির্মাণের জন্য ২২ জুলাই থেকে পুরাতন ড্রেন ও ফুটপাত ভাঙার কাজ শুরু হয়। কাজ শুরুর ২ মাসেরও বেশি সময় পার হলেও নগরীর শিববাড়ী মোড় থেকে ময়লাপোতা পর্যন্ত নতুন ড্রেন নির্মাণকাজ চলছে মন্থর গতিতে। পুরো রাস্তার ফুটপাত ভেঙে ফেলায় জনদুর্ভোগ চরমে উঠেছে। ভাঙা ফুটপাত ও ড্রেনের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ কাঠের সিঁড়ি ব্যবহার করে চলাচল করছে সাধারণ মানুষ। কেডিএর রাস্তার পাশের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও ড্রেন পুন:নির্মাণের জন্য সড়কের দু’পাশে খুঁড়ে ফেলায় রাস্তার অংশ ছোট হয়ে গেছে, ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।