Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুনানি সাংবিধানিক বেঞ্চে

৩৭০ ধারা রদ চ্যালেঞ্জ করে গুচ্ছ মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

অক্টোবরের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হতে পারে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের এই ধারার বলে এতদিন বিশেষ ক্ষমতা ভোগ করে আসছিল জম্মু-কাশ্মীর।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে দায়ের মামলাগুলির শুনানির জন্য শনিবার পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট। এই বেঞ্চের নেতৃত্বে আছেন বিচারপতি এনভি রামানা।
অক্টোবরের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলার শুনানি শুরু হতে পারে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের এই ধারার বলে এতদিন বিশেষ ক্ষমতা ভোগ করে আসছিল জম্মু-কাশ্মীর। আর সেইদিন থেকে বদলে গিয়েছে কাশ্মীরের পরিস্থিতি। সরকারের এই সিদ্ধান্ত এবং সে সংক্রান্ত প্রেসিডেন্টের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে।
গত আগস্টে এই সংক্রান্ত সমস্ত মামলা সাংবিধানিক বেঞ্চে রেফার করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর বেঞ্চে শুনানি শুরু হবে বলে সে সময় জানিয়েছিলেন তিনি।
ন্যাশনাল কনফারেন্স, সাজ্জাদ লোনের নেতৃত্বাধীন পিপলস কনফারেন্স এবং আরো অনেকে ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছেন। আইনজীবী এমএল শর্মা প্রথম মামলাটি করেন। তাদের বক্তব্য, কেন্দ্রের এই পদক্ষেপ সংবিধান বিরোধী।
জম্মু-কাশ্মীরকে দু’টুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী ৩১ অক্টোবর থেকে জম্মু-কাশ্মীর এবং লাদাখ নামে দু’টি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতীয় মানচিত্রে যুক্ত হতে চলেছে। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ