পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে এখন উন্নয়নের নামে হরিলুট চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু মূল হোতাদের না ধরলে কোনো দিনই দেশ থেকে মাদক নির্মূল সম্ভব হবে না। গতকাল রোববার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন। সাবেক এ মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে দেশে ছয় লাখ মানুষ মারা যায়। তখনকার সরকার সে কথা স্বীকার করেনি। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকের শতভাগ অবদান।
মেনন আরো বলেন, স্বাধীনতার আগে বন্ধবন্ধু যে কথা বলেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার ৪৮ বছর পরও সমতাভিত্তিক সমাজ গড়া যায়নি। মানুষের মধ্যে বৈষম্য হানাহানি চলছে। ২০১৪ সালে সংবিধানের মূল চার নীতি ফিরিয়ে আনলেও এখনো সমতা আসেনি। গত ১০ বছরে নয় লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই টাকা দিয়ে দেশে দু’টি বাজেট দেয়া যেত।
ক্রসফায়ারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ৪২০ জনকে ক্রসফায়ারে মারা হলো। কিন্তু মাদককে নির্মূল করা যায়নি। মাদকের গডফাদারকে এমপি নমিনেশন দেয়া হয়েছিল। যুবকেরা চাকরি না পেয়ে হতাশ হয়ে ইয়াবায় ডুব দিয়েছে।
পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা নজরুল হক, রতন চক্রবর্তী, চিত্ত রঞ্জন বিশ্বাস, আবুল কালাম হাওলাদার, তারিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।