Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেবাচিম হাসপাতালে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

ভর্তি ৫ হাজার ৭৫৫

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার সকালে আরো একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলে গত জুলাই থেকে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হল। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেল ১১ জন। রোববার সকালে সাধনা চন্দ্র নামে বরগুনার বেতাগী উপজেলার ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তাকে শনিবার রাতে মুমুর্ষ অবস্থায় শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে রোববার সকালের পূর্ববর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারি হাসপাতালে আরো ৬৬ ডেঙ্গু রোগী ভর্তি হন। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ২৫ জন। রোববার বিকেল পর্যন্ত বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় দেড়শ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে ৮০ জনের মত ডেঙ্গুরোগী।

রাববার সকাল পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৭৫৫জন রোগী ভর্তি হয়েছে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে বলা হয়েছে। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হন ২ হাজার ৫১০ ডেঙ্গু রোগী। এ সময়কালে ৫ হাজার ৬২০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৪৩৭ রোগী। তবে সরকারি হাসপাতালের বাইরেও আরো অন্তত: পাঁচ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্নভাবে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন, দাবি বেসরকারি সূত্রের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ