Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি হবে না মানববন্ধন সভা সমাবেশে

মানববন্ধনে জয়নুল আবদীন ফারুক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মানববন্ধন আর ছোটখাটো সভা-সমাবেশ করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন ফারুক। এজন্য তিনি নেতাকর্মীদের আর মানববন্ধন নয়, এবার রাস্তায় নেমে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কঠোর আন্দোলন গড়ে তুলুন। বেগম জিয়াকে মুক্ত করেই এবার ঘরে ফিরতে হবে।
গতকাল (রোববার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি মনে করি বেগম খালেদা জিয়া ৫ বারের প্রধানমন্ত্রী হতেন, যদি ২০১৪ ও ২০১৯ সালে নির্বাচন হতো। কিন্তু সেই নেত্রীকে কারাগারে আটকে রেখে মধ্যরাতের নির্বাচন করে বর্তমান সরকার বলপ্রয়োগভাবে ক্ষমতায় বসেছে।
তিনি বলেন, দেশে যে অরাজক-নৈরাজ্যকর অবস্থা চলছে, এই মুহূর্তে বেগম খালেদা জিয়া মুক্তি পেলে বাংলাদেশের এমন কোনও শক্তি নাই গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁকে রুখতে পারে। বিএনপির এই নেতা বলেন, যে দেশের অর্থমন্ত্রী স্বীকার করেন- ১১ হাজার ১০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংক খালি করে দেয়া হয়েছে সেই দেশে আর কী থাকে! আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা আমাদের ব্যাংকে বৈধভাবে হাঙরের মতো লুট করে খেয়েছে তাদেরকে কেন গ্রেপ্তারের আওতায় আনছেন না। আমি আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী দেশে এসেই, ওই হাঙরদের (ঋণ খেলাপিদের) ধরুন। যারা ক্যাসিনোর টাকা নিয়েছে তাদের সেই টাকা সরকারের মন্ত্রী-এমপিদের ভাষায় অবৈধ হলেও এখনও রাঘব বোয়ালদের গ্রেফতার করা হচ্ছে না। কারণ, বর্তমান সরকারের তো কোনও জবাবদিহিতা নেই। তারা তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভেবেছেন বেগম খালেদা জিয়াকে আটক রাখলে আন্দোলন হবে না। আন্দোলন হবে, আর সে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তিও হবে। দেশে গণতন্ত্রও প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ভাষায় গত ১০ বছর ধরে তারেক রহমান ক্যাসিনোর টাকা নেয়। তিনি যদি লন্ডনে বসে আপনাদের কাছ থেকে টাকা নেয় তাহলে তার মতো একজন বড় নেতার দলে আপনারা যোগ দেন না কেন? এসব ভূয়া কথা বলে মানুষের মন অন্যদিকে নেয়া, আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেও লাভ হবে না। খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির আন্দোলন হবেই।

সংগঠনের উপদেষ্টা নাসিরউদ্দিন হাজারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি, কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, শাহ নেছারুল হক, ফরিদ উদ্দিন, কাজী মুনিরুজ্জামান, মোঃ মাইনুল ইসলাম, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, ইসমাইল তালুকদার খোকন ও রফিকুল ইসলাম বক্তব্য দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ