পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বেনাপোল বন্দর দিয়ে রোববার থেকে বাংলাদেশে পিঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। ফলে সকাল থেকে এ বন্দর দিয়ে কোন ধরনের পিঁয়াজ আমদানি হয়নি। যদিও ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু পিঁয়াজ বোঝাই ট্রাক।
ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে পিঁয়াজ’র মূল্য বৃদ্ধি পেয়েছে। গতকাল বেনাপোল বাজারে ভারতীয় পিঁয়াজ প্রতিকেজি ৬০ টাকা মূল্যে বিক্রি হলেও রোববার সকাল থেকেই তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়।
আমদানিকারক হামিদ এন্টারপ্রাইজের মালিক আ. হামিদ জানান, ভারত থেকে হঠাৎ পিঁয়াজের মূল্যবৃদ্ধি করায় আমদানি বন্ধ হয়ে গেছে। রফতানিকারকের কাছে আমাদের অনেক এলসি পড়ে আছে। রফতানি বন্দ করে দেয়ায় বাধ্য হয়ে এলসি ক্যান্সেল করতে হচ্ছে আমাদের ।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারি কমিশনার উওম চাকমা জানান, ভারত আজ থেকে হঠাৎ পিঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় সকাল থেকে কোন পিঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। গতকাল পর্যন্ত ভারত থেকে প্রতিটন পিঁয়াজ ৮৫৫ মার্কিন ডলারে রফতানি হয়ে আসছিল বাংলাদেশে। গত মাসে ভারত সরকার ৪১০ মার্কিন ডলার থেকে পিঁয়াজের মূল্য বাড়িয়ে ৮৫৫ মার্কিন ডলার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।