Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হুয়াওয়ের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫৯ পিএম

চীনের শেনজেনে উদ্বোধন করা হলো হুয়াওয়ের ১৩শ’ বর্গমিটার আয়তনের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর। শনিবার সকাল ১১টায় শেনজেনের প্রাণকেন্দ্র মিক্সসি ওয়ার্ল্ড শপিং মলে সরাসরি হুয়াওয়ে পরিচালিত প্রথম এই স্টোরের উদ্বোধন করা হয়। এই স্টোরে গ্রাহকরা হুয়াওয়ের সর্বশেষ বিভিন্ন মডেলের ডিভাইস ঘুরে দেখার পাশাপাাশি দ্রুততম ফাইভজি সংযোগের অভিজ্ঞতা লাভ, বন্ধুদের সাথে আড্ডা ও আনন্দময় সময় কাটাতে পারবেন। স্টোরের উদ্বোধন করেন হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হচ্ছে শেনজেন। আমরা বিশ্বাস করি, হুয়াওয়ের নতুন এই স্টোর কাস্টমার ও হুয়াওয়ের মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করবে। কারণ ‘মিক্সসি ওয়ার্ল্ড’ বিশ্বের ফ্যাশন, প্রযুক্তি ও শিল্পকলা সচেতন মানুষের মিলনস্থল হিসেবে পরিচিত। এমন একটি স্থানে এই স্টোরটি কাস্টমার ও হুয়াওয়েকে এক সুতোঁয় নিয়ে আসবে।”

এ সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হারম্যান ঝু বলেন, আমরা এটাকে রিটেইল স্টোর নয়, কমিউনিটি প্লাজা বলতে চাই। সবার জন্য উন্মক্ত এ কমিউনিটিতে কাস্টমাররা সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে হালহকিকত জানতে পারবেন কিংবা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

শেনজেনের সিটি স্কয়ারের আদলে তৈরি করা হয়েছে তিনতলা বিশিষ্ট হুয়াওয়ের এই গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর। পরিবেশবান্ধব সুদৃশ্য ভবনটি ট্রেডিশনাল চাইনিজ ও পশ্চিমা স্থাপত্য দর্শনের সমন্বয়ে তৈরি। এখানে কাস্টমাররা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরেফিরে দেখা ও আড্ডা মারার পাশাপাশি হুয়াওয়ের ফ্রি কমিউনিটি কোর্সে অংশ নিতে পারবেন। প্রযুক্তিপ্রেমী ও অ্যাপ ডেভেলপাররা বিশেষজ্ঞদের কাছে থেকে নানা বিষয় শিখতে পারবেন। তাছাড়া কাস্টমারদের বিভিন্ন ভাষায় ওয়ান-স্টপ সার্ভিস দিতে প্রস্তুত রয়েছেন ১২০ জন অভিজ্ঞ পরামর্শক।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হুয়াওয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ