পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা।
মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার বাতিঘর। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি বাংলাদেশকে আলোকিত করেছেন। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহুরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী, এমএ রশিদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক প্রমুখ।
খতমে কোরআন ও দোয়া মাহফিল
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এম এ লতিফ এমপির পক্ষে তার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ পবিত্র কোরআন খতম করেন। ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের ইমাম মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সফলতা এবং পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভানেত্রী সাবেক এমপি চেমন আরা তৈয়বের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সহ-সভাপতি দীপিকা বড়–য়া, রেহেনা ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদিকা শামীমা হারুন লুবনা প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে নগর ভবন চত্বরে আয়োজিত সাংস্কৃতিক উৎসব ও শিশু সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. অনুপম সেন। যুব জনতা সমন্বয় পরিষদের উদ্যোগে শাহ আমানত (রহ:) মসজিদে জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।