Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়বে বৃষ্টিপাত লঘুচাপ হয়নি

গঙ্গা-পদ্মায় পানি বৃদ্ধি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বর্ষার মৌসুমী বায়ু বিদায় নেয়ার আরও অন্তত দুই সপ্তাহ বাকি। বিদায়ের আগেই বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু কিছুটা সক্রিয় রয়েছে। এরফলে আজ রোববারসহ চলতি সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। সেই সাথে হ্রাস পাচ্ছে তাপমাত্রার পারদ। এদিকে গতকাল (শনিবার) সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঘুচাপ সৃষ্টি হয়নি।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টিপাত, কোথাও কোথাও মাঝারি বর্ষণ হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সাতক্ষীরায় ৪৩ মিলিমিটার। ঢাকা ও নেত্রকোনায় ৯, চট্টগ্রামে এক, মাদারীপুরে ৩৩, রাজশাহীতে ১০, দিনাজপুরে ২০, তেঁতুলিয়ায় ৪০, বরিশালে ৭ মি.মি. বৃষ্টিপাত হয়।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৩.৮ এবং সর্বনিম্ন দিনাজপুরে ২৩.২ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৯.৫ এবং সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সে.।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাস মতে, দেশের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গঙ্গা-পদ্মায় ফের পানিবৃদ্ধি
গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল কয়েকদিন স্থিতিশীল থাকার পর ভারতের উজানের ঢলে ফের বৃদ্ধি পাচ্ছে। পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা এবং উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে এবং তা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বজায় থাকতে পারে।
গতকাল গঙ্গা নদীর পাংখা, রাজশাহী ও হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বেড়ে গিয়ে বিপদসীমার যথাক্রমে ৭০, ৬৯ ও ২৮ সে.মি. নিচে দিয়ে প্রবাহিত হয়। আর গঙ্গার ভাটিতে পদ্মা নদীর গোয়ালন্দ, ভাগ্যকুল ও সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার যথাক্রমে ৫, ৩০ ও ৪১ সে.মি. নিচে দিয়ে প্রবাহিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ