Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অভিযান চমক সৃষ্টির, সমাধানের নয়

সাংবাদিকদের মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান ‘শুদ্ধি অভিযান’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের শরীক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, দুর্নীতিবিরোধী অভিযান চমক সৃষ্টি করবে কিন্তু সমাধান করতে পারবে না। গতকাল শুক্রবার আশুলিয়া প্রেস ক্লাবে সাভার উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সাময়িক অভিয়ান চালিয়ে কোনো লাভ হবে না। আসলে সমসাময়িক ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। গত কয়েক দিন ধরে ক্যাসিনোর কাহিনী ও কোটি কোটি টাকা উদ্ধার কাহিনীর উদ্ঘাটন হচ্ছে। মনে হচ্ছে হঠাৎ ঝড় উঠে গেছে সবকিছু শুদ্ধ করছে। এটি ভালো। কিন্তু কয়েক দিনের শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ হয় না। তাই চমক সৃষ্টি না করে সুশাসনের ভিত্তিতে লাগাতার এ অভিযান চালিয়ে যেতে হবে।

গত কয়েক দিন ইয়ংমেন্স ক্লাবে ক্যসিনোর প্রসঙ্গে টেনে তার নাম পত্র-পত্রিকায় ফলাও করে প্রচার করার ব্যাপারে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, পত্র-পত্রিকার কর্মীরা মনে করে যে এটি একটি মুখরোচক খাদ্য। অতএব, তারা এটিকেই ফলাও করে প্রচার করছেন। ক্লাবে জুয়া বহুদিন আগে থেকেই চলে আসতেছে। কিন্তু ক্যাসিনোটা সর্বশেষ ২০১৭ সাল অথবা ২০১৮ সাল থেকে শুরু হয়েছে। আসলে এখানে কাউকে দোষারোপ করে লাভ নেই। এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়, সাভার উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ