পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
লঞ্চডুবিতে ক্ষতিগ্রস্ত ১২১ পরিবারকে ১৭ কোটি ১১ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ-বিআইডবিøউটিএ)। গতকাল বৃহস্পতিবার অবকাশকালিন চেম্বার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আপিল করা হয়। চেম্বার জাস্টিস আপিলটি শুনানির জন্য ২০২০ সালের ৮ মার্চ নির্ধারণ করেছন। লিভ টু আপিলে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। ২০০৩ সালে চাঁদপুর মেঘনা- মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চ ডুবে যা। এতে ১২১ পরিবারের স্বজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্টের তৎকালিন ডিভিশন বেঞ্চ আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিআইডবিøউটিএ।
প্রতিষ্ঠানটির আইনজীবী ইশরাত হাসান জানান, ২০০৩ সালের ৮ জুলাই চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় এমভি নাসরিন-১ লঞ্চডুবে ১১০ জন যাত্রী মারা যান। নিখোঁজ হন ১৯৯ হন। ওই নৌদুর্ঘটনায় লঞ্চটির মালিক এবং মাস্টারও মারা যান। এ ঘটনায় করা মামলায় লঞ্চটির নকশা তদারকি দলের (সুপারভাইজার প্যানেল) দুই সদস্যের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর কারাদন্ড দেয়া হয়। অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ, ১৯৭৬ (ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স) অনুযায়ী গঠিত নৌ আদালতে এ রায় হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল হয় হাইকোর্টে। হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।