Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাসিনো মাফিয়াদের প্রশ্রয় দিয়ে ‘দৈত্য’ করেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

গত কয়েক দিনে পুলিশি অভিযানে রাষ্ট্রীয় সুবিধাভোগী গোষ্ঠি রাষ্ট্রীয় আনুকুল্যে আইন-সংবিধান সবকিছু উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদের বিপুল বিস্তার ঘটিয়েছে-এতেই ‘রাষ্ট্রের ভয়াবহ পচন’ প্রকাশিত হয়েছে। শুধু রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য সরকার তার দলীয় স্বার্থে এসব মাফিয়াদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে উঠার সুযোগ করে দিয়েছে। গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এসব কথা বলেন।

জাসদ নেতারা বিবৃতিতে আরো বলেন, আইনের শাসন উপেক্ষা করে ভোট ডাকাতির আড়ালে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণের কৌশলে বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং এ দায় সরকারকে বহন করতে হবে। বিদ্যমান অবস্থা চলতে থাকলে মুক্তিযুদ্ধের রাষ্ট্র মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ