Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপূর্তের দুই কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা দুই কর্মকর্তাকে তুলে নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান-১ মো.মোমিতুর রহমান এবং যুগ্ম-প্রধান (পরিকল্পনা কোষ) সাজ্জাদুল ইসলামকেও প্রত্যাহারের একদিন পরে তুলে নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

গত মঙ্গলবার পূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব ছিদ্দিকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ করে পরিকল্পনা মন্ত্রণালয়কে। পরে গতকাল বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় তাদের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়। মন্ত্রণালয় থেকে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংযুক্ত থাকা যুগ্ম-প্রধান সাজ্জাদুল ইসলাম এবং সিনিয়র সহকারী প্রধান মো. মোমিতুর রহমানের কারণে রাজধানীর গুলশান ও বনানী লেক উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ রয়েছে অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ