পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তিতাস গ্যাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুূধবার কমিশন মামলার এজাহার অনুমোদন দেয়। পরপরই সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করা হয়। অনুমোদিত এজাহারের অন্য আসামিরা হলেন, তিতাসের বিক্রয় অঞ্চল গাজীপুরের তৎকালিন ম্যানেজার প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরি, মেসার্স এস.বি. কনস্ট্রাকশন লি:’র মালিক মো. সাইফুল ইসলাম, এবং ওয়াস্টকেম ইন্টারন্যাশনাল লি:র পরিচালক রুমানা রিসাত জামান। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় মানিলন্ডারিং আইন-২০১২ এর ৪(২), (৩) ধারা, এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করবেন দুদকের উপ-পরিচালক মনজুরুল আলম।
দুদক সূত্র জানায়, কেজি মেপে ঘুষ লেনদেনের অভিযোগ ছিলো তিতাসের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। তৎকালিন ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমানের নেতৃত্বে গড়ে ওঠে এই সিন্ডিকেট। সাংকেতিক শব্দ ব্যবহার করে গাজীপুর, সাভার, ভালুকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিতেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।