Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিয়াস উদ্দিন আল মামুনের প্যারোলে মুক্তির আবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মুদ্রাপাচার মামলার সাজাপ্রাপ্ত গিয়াস উদ্দিন আল মামুনের মা মারা যাওয়ায় প্যারোলে তার মুক্তির আবেদন করা হয়েছে। বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর তার পক্ষে আবেদনটি করেন তার ভাই জালাল উদ্দিন রুমি। গতকাল ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান গিয়াসউদ্দিন আল মামুনের মা হালিমা খাতুন (৯৩)। তাকে শেষ দেখা, জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য এ আবেদন করা হয়েছে। প্যারোলের আবেদনে বলা হয়েছে, তাদের মায়ের বয়স হয়েছিল ৯৩ বছর। বাধর্ক্যজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। মামুনকে প্যারেলে মুক্তি দেয়া হলে সেই অনুযায়ী হালিমা খাতুনের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। অর্থ পাচার মামলায় তাকে সাত বছর কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১২ কোটি টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত: ২০টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ