Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ওসি মোয়াজ্জেমের পক্ষে লড়বেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আলোচিত নূসরাত জাহান রাফি হত্যার মামলার জের ধরে দায়েরকৃত মামলায় ফেনীর সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনি লড়াইয়ে নেমেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। গতকাল বুধবার তিনি মোয়াজ্জেমের পক্ষের কৌঁসুলি হিসেবে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজির হোন। মামলার সাক্ষী সময় টেলিভিশনের সাংবাদিক আতিয়ার হাওলাদারকে জেরার জন্য তিনি ট্রাইব্যুনালে আসেন। তবে ওকালতনামায় মোশাররফ হোসেনের কোনো স্বাক্ষর না থাকায় বিচারক তাকে জেরার অনুমতি দেননি। মোয়াজ্জেমের আইনজীবী ফারুক হোসেন ট্রাইব্যুনালকে জানান, সিনিয়র আইনজীবী হিসেবে মামলার অবশিষ্ট জেরা করবেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। তিনি জেরা শুরু করতেই ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জানতে চান, ওকালতনামায় নাম ও সই আছে কি না। মোশাররফ হোসেন কাজল বলেন, আমি সিনিয়র হিসেবে এসেছি। আপনি অনুমতি দিলে জেরা করব। তখন বিচারক বলেন, ওকালতনামায় আপনি (কাজল) স্বাক্ষর না করলে জেরা করার সুযোগ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ