পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে ভোলা জেলা সদরে অবস্থিত তফশিলি ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সম্প্রতি ভোলার প্যাপিলন হোটেলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলার লীড ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পালন করে। অনুষ্ঠানের শুরুতে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মনোজ কান্তি বৈরাগী ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস। এসময় বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক এসএম জোবায়ের, মার্কেন্টাইল ব্যাংকের এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন (চলতি দায়িত্বে) তপন জেমস রোজারিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।