পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল যশোরস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান -এ বাংলাদেশ বিমান বাহিনীর ১১ নং স্কোয়াড্রন, ফ্লাইং ইস্ট্রার্ক্টস স্কুল (এফআইএস), অফিসার্স ট্রেনিং স্কুল (ওটিএস) এবং বা বি বা তত্ত্বাবধায়ন ও রক্ষণাবেক্ষণ ইউনিট লালমনিরহাট কে বিমান বাহিনী পতাকা প্রদান করেন। বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান উক্ত ঘাঁটির এয়ার অধিনায়ক, এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম। পতাকা প্রদানকালে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। কুচকাওয়াজ নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহফুজ উদ্দীন। বিমান বাহিনী পতাকা হস্তান্তরের পর বিমান বাহিনী প্রধান মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিমান বাহিনী প্রধান তার ভাষণে বিমান বাহিনীর সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনী সদস্যদের সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষণে তিনি বিমান বাহিনীর সকল সদস্যদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। -আইএসপিআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।