Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারওয়ান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অপসারণ করা হয়েছে রাজনৈতিক ব্যানার-ফেস্টুন। এ অভিযানে কাউকে জেল-জরিমানা করা হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর সিটি কর্পোরেশনের কারওয়ান বাজার আঞ্চলিক অফিসের পেছন থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

অভিযানে রাস্তা দখল করে গড়ে তোলা অস্থায়ী দোকান, ভবনের মূল অংশের বাইরে নির্মিত দোকান, ছাউনি উচ্ছেদ করা হয়েছে। অপসারণ করা হয়েছে ভবন ও সামাজিক ক্লাবের সামনে সাঁটিয়ে রাখা রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ব্যানার-ফেস্টুন। বাজারের মূল অংশের বাইরে চৌকি পেতে বসানো অস্থায়ী প্রায় তিন শতাধিক দোকান এসময় উচ্ছেদ করে অভিযান পরিচালনাকারী দল। উচ্ছেদ করা হয়েছে রাস্তা দখল করে গড়ে তোলা ১০ থেকে ১২টি কামারশালার বর্ধিতাংশ। এছাড়া ভবনের মূল অংশের বাইরে গড়ে তোলা বেশ কিছু দোকান, বাণিজ্যিক স্থাপনার মালামল সড়ক দখল করে রাখা হয়েছে। এমন শতাধিক স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানটি আকস্মিক হলেও এটি এখানকার দখলদারদের সতর্ক করার জন্য চালানো হয়েছে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের রশিদ নেই, এমন সকল দোকান, স্থাপনাই অবৈধ। আমরা কারো সম্পদের ক্ষতি করতে চাই না। তিনি ব্যবসায়ীদের অবৈধ দোকান ও স্থাপনা সরানোর জন্য দুইদিন সময় দেন। এরমধ্যে ব্যবসায়ীদেরকে তাদের নিজেদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দিয়ে যান। আগামীকাল বৃহস্পতিবার পুনরায় কারওয়ান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি। অভিযান শেষে এমনটাই জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ