Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপূর্তে শুদ্ধি অভিযান শুরু

দুই জোনের কর্মকর্তা উৎপল কুমার দে’কে বদলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জি কে শামীম ইস্যুতে বিতর্কের মধ্যে থাকা গণপূর্ত অধিদপ্তরের মধ্যে শুদ্ধি অভিযান শুর হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি জোন ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে’কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জেলা সফরে যাওয়ার আগে এ সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করেন এবং গতকালই মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উৎপল কুমার দে’কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও ওই দুই জোনে কাউকে পদায়ন করা হয়নি। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম নির্বাচনী এলাকা থেকে ফিরলে ওই পদ দু’টিতে পদায়ন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এখন অভিযান শুরু হয়েছে। আগামীতে আরো বড় বড় কর্মকর্তাকে ঢাকা ছাড়াতে হবে।
জানা গেছে, উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল। এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির রিপোর্ট এখনও আলোর মুখ দেখেনি। স¤প্রতি টেন্ডার কিং জি কে শামীম গ্রেফতারের পর থেকেই গণপূর্তের দুই প্রকৌশলীর ঘুষ গ্রহণ নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়।
উৎপল কুমার দে গণপূর্ত অধিদপ্তরের নবগঠিত মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত জুন মাসে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই অবসরে ছুটিতে গেলে উৎপল কুমার দে’কে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ