Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত

দিনাজপুরে রীভা গাঙ্গুলি দাশ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আগামী এই সম্পর্ক আরও গভীর হবে যাতে করে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক স্বর্ণালী অধ্যায়। তিনি বলেন, ভারত বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ মানুষ আসে তার চেয়ে বাংলাদেশীর সংখ্যা বেশি। গত বছরে প্রায় ১৫ লাখ বাংলাদেশীকে ভারতে গমনের ভিসা দেয়া হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ধারাও এক। আগামীতে দুই দেশের সম্পর্ক যাতে আরও গভীর হয় সে লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলার কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশন ও হাসপাতালে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি ও স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারী (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু প্রমুখ।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি ক্রান্তিলগ্নে ভারত আমাদের পাশে ছিল। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক তা আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। পরে দীপ্ত জীবন ফাউন্ডেশনের অর্থায়নে ৬টি হুইল চেয়ার ও ১৫টি সেলাই মেশিন প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি রীভা গাঙ্গুলী দাশ।
এর আগে দুপুরে রীভা গাঙ্গুুলি নয়াবাদ মসজিদ পরিদর্শন শেষে ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শন করেন। পরে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ