পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর টেন্ডারবাজি, জুয়া ও দুর্নীতির সঙ্গে জড়িত নেতাদের অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। আবার নিজেদের রক্ষায় দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন অনেকেই। যারা দেশের বাইরে পালিয়ে গেছেন তাদের যারা সহযোগিতা করেছে তাদের একটি তালিকা তৈরি করেছে একটি সংস্থা। রাজনৈতিক নেতা, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের নাম রয়েছে ওই তালিকায়। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর একটি সংস্থার শীর্ষ পর্যায় থেকে তাকে (প্রধানমন্ত্রী) অবহিত করার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। একটি দায়িত্বশীল সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দুর্নীতিবাজ নেতাদের বিদেশে পালাতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারাদেশের ইমিগ্রেশনে কর্মরত কতিপয় কর্মকর্তারা। মোটা অংকের টাকা ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তদ্বিরে ইমিগ্রেশনে কর্মকর্তারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে বলে তথ্য পেয়েছে একটি সংস্থা।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক ইনকিলাবকে বলেন, ইমিগ্রেশনসহ আইন-শৃংখলা বাহিনীর যে সব দুর্নীতিবাজ কর্মকর্তারা ক্যাসিনো, জুয়া ও টেন্ডারের সাথে জড়িত নেতাদের পালাতে সাহায্য করেছে তাদের সম্পর্কে এরই মধ্যে তথ্য চলে এসেছে। এ সব তথ্য তদন্ত করে অনেকের বিরুদ্ধে সত্যতাও পাওয়া গেছে। দ্রæতই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।