Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শুদ্ধি অভিযান নাটক কি না জানতে হবে

মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী জানেন না এমন ঘটনা দেশে ঘটে না। তার নির্দেশনা ছাড়া রাস্তায় একটা ছিনতাইও হয় না। তাই শুদ্ধি অভিযান কোনো নাটক কি না তা আগে জানতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতি-দুঃশাসন এবং বর্তমান বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ মতবিনিময় সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কে কোন নাটকে অভিনয় করছেন সেটা আমাদের বুঝতে কষ্ট হয়। এখন ওবায়দুল কাদের সহযোগিতা চাইছেন, সহযোগিতা আমাদের করার মতো কী আছে? সহযোগিতা একজন করতে পারেন যাকে আপনারা আটকে রেখেছেন। খালেদা জিয়া ১/১১-এর সময় তাদেরকে সহযোগিতা করেছেন। বেগম খালেদা জিয়ার ডায়েরিতে আছে; যিনি অন্যায়কে অন্যায় বলতে পারেন।

তিনি বলেন, এখন লক্ষ ঘটনার মধ্যে ৩টি ঘটনা আসছে। শোনা যাচ্ছে ৮শ’ দুর্নীতিবাজের তালিকা আওয়ামী লীগের কাছে দিয়েছে বিভিন্ন সংস্থা। ওবায়দুল কাদের পারেন এই ৮শ’ জনকে হাজির করে দিতে। তাহলে বোঝা যাচ্ছে পরিশুদ্ধ হওয়ার কিছুটা হলেও আপনাদের সদিচ্ছা আছে। তখন ভালো কাজ যে করতে চান, সেটা কিছুটা হলেও প্রমাণ করতে পারবেন।

গয়েশ্বর বলেন, আমরা অবশ্যই প্রশংসা করব এই চলমান প্রক্রিয়াকে। তবে ৩টি লোককে আটক করে লক্ষ লোককে আড়াল করার প্রচেষ্টা যদি হয়, সেখানে আমরা প্রশংসা করতে পারব না। সেখানে আমাদের ধন্যবাদ দেয়ার জায়গাটাও সঙ্কুচিত হয়ে যায়। তবে সত্যিকার অর্থে এদেরকে আইনের আওতায় এনে বিচার করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যায়, তাহলে অবশ্যই ধন্যবাদ দেবো। তাই বলতে হচ্ছে, এটা কি সরকারের উদ্যোগ নাকি দেশপ্রেমের আকুতি থেকে তাহাদের উদ্যোগ। যদি দেশপ্রেম থেকে হয় তাহলে তাদেরকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সরকারের নাটকীয়তা হয় তাহলে আমরা স্বাগত জানাতে পারব না। মাত্র ৩টি অ্যান্টিবায়োটিকে কি সরকারের পচন থামবে? এরা বিএনপি করার সময় এদের পকেটে ১০ টাকা ছিল না। বিএনপি যদি করে থাকে আগে তখন তো তারা ১০ টাকার মালিক ছিল না। আওয়ামী লীগে যোগ দেয়ার পর হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলো?

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা সাঈদ আহমেদ আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ