Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈধ-অবৈধ পথে আসছে ক্যাসিনো জুয়ার সরঞ্জাম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 বৈধ এবং চোরাইপথে দেশে আসছে ক্যাসিনো ও জুয়ার সরঞ্জাম। অনেক সময় শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়েও এসব পণ্য আমদানি করা হচ্ছে। চলমান অভিযানে ঢাকায় বিপুল সংখ্যক ক্যাসিনোর আধুনিক সরঞ্জাম উদ্ধার হয়।
এসব ক্যাসিনোতে ব্যবহৃত বিশেষ ধরনের গেমিং টেবিল, চিপস, প্লাগ, ¯øট মেশিন, রুলেট হুইল, বড় বড় কাঠের বাক্সসহ বেশিরভাগ সরঞ্জাম বিদেশি। ধারণা করা হচ্ছে, বৈধ অবৈধ পথেই এসব সরঞ্জাম দেশে এসেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আসা চালানে বিভিন্ন সময়ে মিথ্যা ঘোষণায় আনা দামি প্লেয়িং কার্ডের চালান ধরা পড়ে। শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে প্লেয়িং কার্ড আনা হয় বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা। তবে কখনও ক্যাসিনো, জুয়ার অন্য কোন সরঞ্জাম ধরা পড়েনি।

চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মো. আকবর হোসেন ইনকিলাবকে বলেন, আমদানি নীতি অনুযায়ী ক্যাসিনো বা জুয়ার সরঞ্জাম আমদানি নিষিদ্ধ নয়। খেলার সামগ্রী হিসেবে এসব পণ্য বৈধ পথে আসছে। অবৈধ পথেও এসব সামগ্রী দেশে আসতে পারে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আসা মিথ্যা ঘোষণায় আমদানি করা প্লেয়িং কার্ডে বেশকিছু চালান ধরা পড়েছে জানিয়ে তিনি বলেন, তবে জুয়ার অন্য কোন সামগ্রীর চালান আটক বা ধরা পড়েনি। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান অভিযানে ক্যাসিনো জুয়ার সরঞ্জাম উদ্ধারের পর এসব সরঞ্জাম কিভাবে দেশে এসেছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ