Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গ ও প্রতিবেদকের বক্তব্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

গত ১৭ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবের ৯ম পাতায় ‘আমতলী এমইউ বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভুয়া সনদে ৪ শিক্ষকের ২৪ বছর চাকরি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত ৪ শিক্ষক। প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ভোকেশনাল শিক্ষাক্রম এবং চাকরিবিধি অনুযায়ী ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন ট্রেডের শিক্ষকদের বিএ পাসসহ যে কোন রেজিস্টার প্রতিষ্ঠান থেকে কম পক্ষে ৬ মাসের প্রশিক্ষণ থাকতে হবে এবং ড্রেস মেকিং এ্যান্ড টেইলারিং টেডের বিএ পাসসহ কম পক্ষে ২ বছরের প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে। সে মোতাবেক আমরা সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ সমাপ্তের সনদসহ আবেদন করলে যথারীতি লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়েই শিক্ষক পদে নির্বাচিত হয়ে বিদ্যালয়ে যোগদান করি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর যথারীতি কাগজপত্র যাচাই-বাছাই শেষে আমদেরকে এমপিওভুক্ত করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে প্রধান শিক্ষকের দ্ব›দ্ব ও ১/২ শিক্ষক কর্মচারি মিলে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগকারী সাজিয়ে মনগড়া তথ্যে উক্ত সংবাদ প্রকাশ করে। আমরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবেদকের বক্তব্য
বিদ্যালায়ের ৮ম শ্রেণীর ছাত্রী জান্নাতী ফেরদৌসীর বাবা বশির উদ্দিন ও ৮ম শ্রেণীর ছাত্রী মিমের বাবা জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবকের বরিশাল বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের আলোকে সংবাদটি করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ