পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বন্দরনগরীতে তিনটি ক্লাবে জুয়ার আসরের খবর পেয়ে গতকাল (শনিবার) রাতে ঘেরাও করে অভিযান চালায় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। ক্লাবগুলো হচ্ছে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পের্টিং ক্লাব।
র্যাব-৭ সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর থেকেই নগরীর হালিশহরের আবাহনী লি., আইসফ্যাক্টরি রোডে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং সদরঘাটে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঘিরে রেখে অভিযান চালানো হয়। এ অভিযানে অস্ত্র, জুয়ার সামগ্রী ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
নগরীর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান চালায় র্যাব-৭। সেখানে অবৈধ জুয়া খেলার আলামত মিলেছে। র্যাব সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে প্রতিদিন জুয়ার আসর বসে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় ক্রীড়া চক্রের কার্যালয় তালাবদ্ধ পাওয়া যায়। পরে সেখানকার একজন নিরাপত্তাকর্মীর সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে অভিযান চালান র্যাব-৭ সদস্যগণ।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ভেতর থেকে জুয়ার গুটি ও বোর্ড জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে সেখান থেকে আরও আলামত আগেই সরিয়ে নেয়া হয়। তবে সরিয়ে নেয়া আলামতগুলো জব্দ করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
জানা গেছে, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পরিচালনা কমিটিতে আছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
এদিকে র্যাব-৭ কর্মকর্তারা জানান, নগরীর হালিশহরে অবস্থিত আবাহনী লিমিটেডের কার্যালয় ও সদরঘাটের মোহামেডান স্পোর্টিং ক্লাব দুটিও ঘিরে রেখে অভিযানের প্রক্রিয়া চলছিল। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অভিযান শেষে সেখানেও অভিযান চালানো হয়।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রে অভিযান চালিয়ে জুয়া খেলার আলামত পাওয়া গেছে। অপর দুটি ক্লাবেও অভিযান চালানো হচ্ছে।
আবাহনী ক্লাব লিমিটেডের সভাপতির দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ লতিফ এবং সাধারণ সম্পাদক হলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি শাহ আলম বাবুল ও সাধারণ সম্পাদক পদে আছেন শাহবুদ্দিন শামীম। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।