Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্বিনে খরতাপ হাঁপাচ্ছে মানুষ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আশ্বিনে এসেও খরতাপে উন্নতি নেই। ভ্যাপসা গরমে ঘামে হাঁপাচ্ছে মানুষ। ফসলের মাঠ-ঘাট, ক্ষেত-খামারে অকালেই দেখা দিয়েছে পানির আকাল। গ্রামে-গঞ্জে চলছে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। বিরূপ আবহাওয়ায় সর্দি-কাশি জ¦রে আক্রান্ত হচ্ছে অনেকেই।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় পারদও উঠে গেছে সর্বোচ্চ ৩৬.১ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। গতকাল দেশের বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রিরও ঊর্ধ্বে ছিল।

গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় প্রায় সমগ্র দেশ ছিল বৃষ্টিহীন। তাপদাহে জনজীবনে অস্থিরতা বিরাজ করছে। শুধুই রংপুরে ২৬, মাদারীপুর ও চট্টগ্রামের পতেঙ্গায় ১৫, পটুয়াখালী ও কুতুবদিয়ায় ১২ মিলিমিটার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়। আবহাওয়ায় আপাতত তেমন উন্নতির আভাস নেই।

এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় ক্রমান্বয়ে বৃষ্টিপাত হতে পারে। এরপরের ৫ দিনে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, বর্ষার মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, উত্তর বঙ্গোপসাগরে আছে দুর্বল অবস্থায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ